ভ্রমণ








                                                
                                                              স্মৃতিপটে আহসান মঞ্জিল / নবাব বাড়ি  জাদুঘর - 
                                                               সাবরিনা তাসনিম শশী’র লেখা ট্রাভেল স্টোরি 


                                                দেখা হলো জাদুঘর-ট্রাভেল স্টোরি
                                                       দেখা হলো জাদুঘর - 
                                                               সাবরিনা তাসনিম শশী’র লেখা ট্রাভেল স্টোরি
















দৃষ্টি আকর্ষনঃ
ভ্রমন করতে পছন্দ করেননা এমন মানূষ খুব কমই খুজে পাওয়া যাবে। অজানাকে জানা, অচেনাকে চেনার, অদেখাকে দেখার  পাশাপাশি আনন্দ লাভের একান্ত ইচ্ছায়ই মানুষ ভ্রমন করে। ভ্রমন পিপাসু মানুষ নিজ দেশ ছেড়ে অন্য দেশেও ভ্রমন করে অতৃপ্ত হৃদয়ের তৃপ্তি মেটাতে। আমরাও সকলে কম-বেশি ভ্রমন করি। অনেকে ইচ্ছা থাকলেও নানা কারনে ভ্রমন করতে পারেননা বা ভ্রমন করা হয়ে উঠেনা । আপনি দেশে-বিদেশে যেখানেই ভ্রমন করুননা কেন আপনি আপনার মত করে লিখে ফেলুন আপনার ভ্রমন কাহিনী । তুলে রাখুন কিছু আকর্ষনীয় ছবি । এ ভ্রমনেই আপনি হয়ে যেতে পারেন রবি বাবুর মত কবি, শরৎ বাবুর মত ঔপন্যাসিক আর বঙ্কিম বাবুর মত সাহিত্যিক। আপনার ভ্রমন অভিজ্ঞতা  মনের মাধুরী মিশিয়ে লিখে ফেলুন আপনার অবসরে। আপনার লেখা আর কিছু ছবি পাঠিয়ে দিন আমার ইমেইল  এড্রেসে। আপনার সৃষ্টি কর্মের সম্পূর্ন কৃতিত্ব আপনার। আমি শুধু আপনার সৃষ্টিকর্মকে সুসজ্জিত করে ছড়িয়ে দিতে চাই মানুষের কল্যাণে। আপনার ভ্রমন কাহিনী বা অভিজ্ঞতা হয়তো কারও অনেক প্রয়োজন মিটাতে পারে। 

আরও ইভেন্ট দেখতে ক্লিক করুন