Thursday, September 21, 2017

উদীয়মান কবি জাফর আহমেদ এর কবিতা- ওগো পরোয়ার

গো পরোয়ার
-------  জাফর আহমদ-----------
"""""""""""""""""""""""""""""""""""
গো পরোয়ার সইতে পারিনা আর
কান্নার রোল শুধু নিরবধি ,
কেউ নেই রাহাবার বিরুদ্ধে দাঁড়াবার
এভাবেই শেষ হয়ে যাই যদি ?
পুড়েছে বসতভাটি ছেড়েছি নিজের মাটি
শুষে নিবে ওরা আর কত রক্ত ?
কত আর লাশ হলে দিন রাত মাস গেলে
উড়ে যাবে জালিমের তখত ?
মেয়েটা লাজুক ছিলো জানিনাতো কি যে হলো
ভেসে এলো নির্মম চিৎকার ,
তারপরে উল্লাস পড়েছিলো কাটা লাশ
থেমে গেছে জালিমের শিৎকার
ছেলে বাবা মা' গেলো বুক চোষা ধন গেলো
বেঁচে আছি মুনাজাত তুলতে,
তবু হোক নিস্তার জুলুমের বিস্তার
তুমি যদি থাকো পারি সব ভুলতে
নেই আর কোলাহল রক্তের নোনাজল
সাগরের স্রোতে যায় মেশে ,
রক্তের কথা লিখে  আকাশের রঙও ফিকে
মুক্তির ঠিকানাটা পাবো কিনা শেষে ?
কত হলে তাজা দিল আসবে সে আবাবিল
শেষ হলে কত দিবা রাত্র ?
হস্তির বাহিনী শুধু কি সে কাহিনী

হবোনাগো রহমের পাত্র ????????????

 কবি জাফর আহমেদ সম্পর্কে আরও জানতে ছবিতে ক্লিক করুন।
কবি জাফর আহমেদ সম্পর্কে
আরও জানতে ছবিতে ক্লিক করুন

আরও কবিতা পড়তে ক্লিক করুন
আরও ইভেন্ট দেখতে ক্লিক করুন

Featured post

অধ্যক্ষ জনাব এম এ বারী স্মরণে।

অধ্যক্ষ এম এ বারী ছবিটি স্যারের জৈষ্ঠ পুত্র জনাব সাজ্জাদুল বারী ’র নিকট থেকে সংগৃহীত।  আমার প্রথম বস অধ্যক্ষ জনাব এম এ বারী। আজ থেকে ঊনত্রিশ...