উদীয়মান কবি জাফর আহমেদ এর কবিতা- উজান মেয়ে

উজান মেয়ে
-----জাফর আহমদ----
""""""""""""""""""""""""'""""''''""
ছিপছিপে গা খাঁ খাঁ শরীর বানতালাশ্যা নদী
পা ছড়ানো উজান মেয়ের গা পুড়ে যায় যদি
গা পুড়ে যায় উজান মেয়ের এত্ত কঠিন জ্বর
শাপলা লতার প্যাঁচ দিয়ে কে আটকালো তার ঘর ?
আটচালা ঘর খুলবেরে কে ঘন্টা বাজে দুরে
ঘন্টা বাজে বুক চাতালে ঢেউ ছলোছল সুরে
ঢেউ এর পরে ঢেউ চলে যায় ভাঙ্গে নদীর কুল
বুকের ভেতর মন ছিলনা এইটুকুনই ভুল
ভুলের মাসুল আসল সহ কে শোধিবে ঋণ
উজান মেয়ের যায়না ভালো দিনগুলি রঙিন
ভাসায় নদী হারায় নদী দিক ভুলে যায় চাঁদ
জল পতনের শব্দ তুলে হয় নদী উন্মাদ
মত্ত নদী নেয় ভাসিয়ে উজান মেয়ের সুখ

হায়রে নদী ক্যামনে হলি এমন সর্বভুক ??????

কবি জাফর আহমেদ সম্পর্কে আরও জানতে ছবিতে ক্লিক করুন

আরও কবিতা পড়তে ক্লিক করুন
আরও ইভেন্ট দেখতে ক্লিক করুন

Popular posts from this blog

সরি (Sorry) এর ব্যবহার ও অপব্যবহার

রোহিঙ্গা বনাম নন এমপিও শিক্ষক || প্রসঙ্গ : মানবতা ||