উজান মেয়ে
-----জাফর আহমদ----
""""""""""""""""""""""""'""""''''""
ছিপছিপে গা খাঁ খাঁ
শরীর বানতালাশ্যা নদী
পা ছড়ানো উজান
মেয়ের গা পুড়ে যায়
যদি ।
গা পুড়ে যায়
উজান মেয়ের এত্ত কঠিন
জ্বর
শাপলা লতার প্যাঁচ
দিয়ে কে আটকালো তার
ঘর ?
আটচালা ঘর খুলবেরে
কে ঘন্টা বাজে দুরে
ঘন্টা বাজে বুক
চাতালে ঢেউ ছলোছল সুরে
।
ঢেউ এর পরে
ঢেউ চলে যায় ভাঙ্গে
নদীর কুল
বুকের ভেতর মন
ছিলনা এইটুকুনই ভুল ।
ভুলের মাসুল আসল
সহ কে শোধিবে ঋণ
উজান মেয়ের যায়না
ভালো দিনগুলি রঙিন ।
ভাসায় নদী হারায়
নদী দিক ভুলে যায়
চাঁদ
জল পতনের শব্দ
তুলে হয় নদী উন্মাদ
।
মত্ত নদী নেয়
ভাসিয়ে উজান মেয়ের সুখ
হায়রে নদী ক্যামনে
হলি এমন সর্বভুক ??????