Friday, December 22, 2017

VIP VS MIRACLE | PART 2 | A TRAVEL EXPERIENCE |



After a spectacular program at Barisal, Patuakhali and Bauphal , we were on our way back to Dhaka. We arrived at Mawa Ferry Ghat on time because the road conditions were very good and many ferries had been replaced by bridges. However, there were limited ferries available due to the Padma Bridge construction work some ferries were unable to operate. Our Ferry was cancelled and we were ushered to the other side where we were told the last ferry would leave. There were already over 200 vehicles waiting for this last ferry but only four remaining spaces, when our vehicle got to the front, the security stopped us and said "VIP only".
Two were already booked one for Professor Dr Mohammad Fayek Uzzaman, VC Khulna University and other one for S M Mostofa Roshidi Shuja, MP Khulna. The security came forward to choose another two VIPs but there were at least twenty more VIPs, probably government officials, business men or politicians, all desperate to go. It was difficult for the security to identify the VIPs so they had been told to take the business cards and went to a higher authority to make a decision. Everyone was giving their cards and my driver requested me to give my card, I was hesitant because I am not a VIP.
I was born in a underprivileged rural village in Noakhali and have been working in England and all my brothers and sisters live in the village, I have no relatives in a high positions so I was quiet and thinking I could have been a VIP if I had spent the money I earned and all the opportunities I had on myself, alas, I devoted my life on education for the underprivileged and deprived people so I belong to them. My driver said “Sir may I have one of your cards?” I thought what’s the points it doesn’t carry any VIP status, it’s got only my name my UK and Bangladeshi address and telephone numbers for both countries. I gave him my card anyway, just to make him happy. He took the card and gave it to the security. The security took all the cards and went inside, after a while they came to our vehicle and said “Sir you can come” and told our driver to board the ferry.
Before I realised what was going on, we had boarded the ferry, everyone was looking at us, our vehicle wasn’t expensive either, it was rented. I was inside my vehicle and thinking, if my flight wasn’t tomorrow, I could have stayed in Mawa Guest House or somewhere near as Bangladesh is not like 15/20 years ago, it’s got lots of facilities. In the meantime one of the security knocked on my window and requested to follow him to go to a VVIP room, my companions were little bit worried but I followed him out of curiosity to see the VVIP room. He showed me my seat, I found that the VC was already there, we introduced ourselves and learned more about each other. He was sharing a little bit of his student life and how he becomes a VC.

With Prof. Dr Mohammad Fayek Uzzaman,
              VC Khulna University 
and S M Mostofa Roshidi Shuja, MP 
We just started a conversation on primary education in Bangladesh when MP Shuja entered the room with his wife followed by one of the local prominent political leaders. I understood they were familiar with each other as they very frequently travelled this route. MP Shuja introduced his wife to me, she was extremely polite and a gentle lady. MP Shuja ordered some food, the room was like a five star hotel lounge, the food served was very neat and clean and I enjoyed everything because in Bangladesh it can be very difficult to find a suitable place to eat on your journey. Later I discovered that the top VVIP of Bangladesh frequently travelled on this ferry. MP Shuja was curious about me, asking lots of questions, how long have I lived in England, what I do, where I was born, why I am giving computers to journalists. I was answering all the questions and his wife, VC and the other gentlemen were listening quietly. The ferry journey was two hours but the time passed quickly. By the end of the conversation we reached the other side of the Mawa Ghat.
Before we parted they invited me to visit Khulna and I invited them to England. Our vehicle continued on to Dhaka but my visualisation and thoughts had gone back. I had wondered and asked myself questions, how it happened? Was it a miracle from Allah or a blessing from my parents or the blessing because of my hard work for which I have devoted my life for others. I wished if I could go back and ask the security why they chose me even though I am not a VIP that’s also not possible as I had to go to London the next day so the mystery will remain. I felt, whatever I did for my country my country gave me more. Motherland is like a mother. Whatever a mother does for the children it’s a creation of Allah and a miracle so no-one can replace or figure out the reason behind it so I had compromised myself and diverted my mind towards Dhaka.
Our vehicle crossed Hatirjheel and was entering Gulshan, we stopped by the check post and I was requested to open the windows and answer a few questions, they looked at me and allowed us to go. Gulshan and Baridhara is a place where most of the VIP lives in Bangladesh so all the access points are very often checked if you are not a VIP. My house is also surrounded by the VIPs, one side is a government owned house where a minister lives, in front an ex-chief justice and on the other side an election commissioner but in my house, live all the underprivileged and deprived students who I have chosen. I bring them from the village and provide the opportunity to study in different universities in Dhaka. I would stay with them tonight and tomorrow would go back to England and wait for another miracle to be a VIP.

Written by: DR. Nurul Karim, Barmingham, UK.


DR. Nurul Karim, Barmingham, UK.

ভিআইপি বনাম অলৌকিকতা । পর্ব ২ । একটি ভ্রমন অভিজ্ঞতা ।

ভিআইপি বনাম অলৌকিকতা,
www.educationpointbd.blogspot.com


বরিশাল, পটুয়াখালী বাউফলের দর্শনীয় অনুষ্ঠানের পর আমরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করি রাস্তার অবস্থা ভাল থাকায় আমরা যথাসময়ে মাওয়া ফেরি ঘাটে এসে পৌঁছলাম পদ্মা সেতু নির্মান কাজের কারনে ফেরির সংখ্যাও ছিল নগন্য কিছু ফেরী ছিল চলাচলের অযোগ্য আমাদের ফেরী বাতিল করা হয়েছে এবং আমরা যখন জানতে পারলাম যে শেষ ফেরী চলে যাবে তখন অন্য পাশে ছুটে গেলাম এরই মধ্যে শেষ ফেরীতে উঠার অপেক্ষায় রয়েছে প্রায় ২০০ যানবাহন কিন্ত খালি আছে মাত্র টি গাড়ি রাখার যায়গা আমাদের গাড়ি এগিয়ে গেলে নিরাপত্তা কর্মী আটকে দিয়ে বললশুধুমাত্র ভিআইপি
এরই মধ্যে দুটি গাড়ির জায়গা বুকড হয়ে গেছে, একটি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি . মো. ফায়েকুজ্জামান এবং অপরটি খুলনার এমপি মোস্তফা রশিদী সুজার জন্য নিরাপত্তাকর্মী আরো দুটি ভিআইপি নির্বাচন করার জন্য এগিয়ে এসেছিল কিন্তু সেখানে আরো অন্তত ২০জন ভিআইপি ছিল সম্ভবত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী রাজনীতিবিদদের অনেকে যাচ্ছিলেন নিরাপত্তা কর্মীর পক্ষে ভিআইপিদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছিল, যেকারনে উচ্চ পর্যায়ের কর্মকর্তার সিদ্ধান্ত গ্রহনের জন্য তাদেরকে ভিজিটিং কার্ড দিতে বলা হলো সবাই তাদের ভিজিটিং কার্ড দিচ্ছিলেন এবং আমার ড্রাইভার আমাকে আমার ভিজিটিং কার্ড দিতে অনুরোধ করল, কিন্ত আমি দিব কিনা তা নিয়ে দ্বিধাগ্রস্ত হলাম কারণ আমিতো আর ভিআইপি নই
আমি নোয়াখালীতে একটি দরিদ্র গ্রামে জন্মগ্রহণ করেছি এবং ইংল্যান্ডে কাজ করছি আমার সকল ভাই বোন গ্রামে বাস করে, আমার উচ্চপদে কোন আত্মীয়ও নেই তাই আমি চুপচাপ বসে ভাবছিলাম, আমারতো সব সুযোগই ছিলো, আমি যদি ভিআইপি হওয়ার জন্য আমার অর্জিত অর্থ নিজের জন্য ব্যয় করতাম তবে আমিও ভিআইপি হতে পারতাম কিন্ত হায়, আমিতো অক্ষম, আমিতো বঞ্চিত মানুষের শিক্ষার জন্য আমার জীবনকে উৎসর্গ করেছি তাই আমি তাদেরই অন্তর্ভুক্ত আমার ড্রাইভার আমাকে বলল, "স্যার আপনার একটা কার্ড কি আমাকে দেয়া যাবে?" আমি ভাবলাম যে আমার কার্ডতো কোন ভিআইপি স্ট্যাটাস বহন করে না, এটাতে কেবল উভয় দেশে ব্যবহারের জন্য আমার নাম আর যুক্তরাজ্য বাংলাদেশের ঠিকানা এবং টেলিফোন নম্বর রয়েছে তবুও শুধু তাকে খুশি করার জন্য আমি তাকে কার্ডটা দিলাম ড্রাইভার কার্ডটি নিয়ে নিরাপত্তা কর্মীকে দিলেন নিরাপত্তাকর্মী সব কার্ড গ্রহণ করে ভিতরে গেলেন এবং কিছুক্ষণ পরে তিনি আমাদের গাড়ির কাছে এসে বললেন, "স্যার আপনি আসতে পারেন" এবং ফেরিতে যাওয়ার জন্য আমাদের ড্রাইভারকে বললেন
কি ঘটতে যাচ্ছে আমি তা বুঝে উঠার আগেই আমরা ফেরিতে চড়লাম প্রত্যেকেই আমাদের দিকে তাকিয়ে ছিল আমাদের গাড়িও তত দামী ছিলনা না আর এটা ছিল একটা ভাড়া গাড়ি আমি গাড়িতে বসে ভাবছিলাম, আগামীকাল যদি আমার ফ্লাইট না হতো তাহলে আমি মাওয়া গেস্ট হাউজে আথবা আশে পাশে কোথাও থেকে যেতাম বাংলাদেশতো আর ১৫/২০ বছর আগের মত নেই অনেক উন্নত হয়েছে, অনেক সুবিধা বেড়েছে এরই মধ্যে এক নিরাপত্তাকর্মী আমার জানালায় টোকা দিয়ে তার সঙ্গে ভিভিআইপি রুমে যাওয়ার জন্য আমাকে অনুরোধ জানাল আমার সঙ্গীরা একটু চিন্তিত হলো কিন্তু ভিভিআইপি রুমটি দেখার জন্য আমি কৌতুহলী হয়ে তাকে অনুসরণ করলাম তিনি আমাকে বসার জন্য আসন দেখিয়ে দিলেন, ভিসি সাহেব আগে থেকেই সেখানে আছেন  আমরা নিজেদের মধ্যে পরিচিত হয়ে নিলাম এবং একে অপরের সম্পর্কে জানলাম তিঁনি তাঁর ছাত্র জীবনের এবং কিভাবে ভিসি হলেন এসব কিছু কথা শেয়ার করলেন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফায়েকুজ্জামান 
 সাংসদ মোস্তফা রশিদী সুজা সহ
আমরা দুজন যখন বাংলাদেশের প্রাথমিক শিক্ষা নিয়ে আলোচনা করেছিলাম, তখন বিশিষ্ট রাজনীতিবিদ সংসদ সদস্য সুজা সস্ত্রীক রুমে প্রবেশ করেন আমি বুঝতে পেরেছি তারা একে অপরের পূর্ব পরিচিত কারণ তারা প্রায়ই এই রুটটিতে ভ্রমণ করে এমপি সুজা তাঁর স্ত্রীর সঙ্গে পরিচিত হলাম ভদ্রমহিলা অত্যন্ত নম্র বিনয়ী এমপি সুজা কিছু খাবারের অর্ডার দিলেন, ফেরির ভিআইপি রুমটি অনেকটা পাঁচ তারকা হোটেলের লাউঞ্জের মত ছিল, খাবার পরিবেশনও ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমি সবকিছুই উপভোগ করছিলাম কারণ বাংলাদেশে ভ্রমনপথে খাওয়ার উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার
পরে আমি আবিষ্কার করলাম যে এই ফেরিতেই মাঝে মাঝে বাংলাদেশের শীর্ষ ভিভিআইপি ভ্রমণ করেন এমপি সুজা আমার সম্পর্কে কৌতুহলী হলেন, অনেক প্রশ্ন জিজ্ঞেস করলেন, কতদিন আমি ইংল্যান্ডে বসবাস করছি, আমি কি করি, আমার জন্ম কোথায়, কেন আমি সাংবাদিকদের কম্পিউটার দিচ্ছি আমি সব প্রশ্নের উত্তর দিয়েছিলাম, তাঁর স্ত্রী, উপাচার্য এবং অন্যান্য ভদ্রলোকেরা চুপচাপ শুনছিলেন ফেরি যাত্রার দুই ঘন্টা সময় খুব দ্রুতই কেটে গেল কথাবার্তার শেষ পর্যায়ে আমরা মাওয়া ঘাটের অপর দিকে পৌঁছে গেলাম
আমরা পরস্পর থেকে আলাদা হওয়ার আগে তাঁরা আমাকে খুলনা যেতে আমন্ত্রন জানিয়েছিলেন, আমিও তাদেরকে ইংল্যান্ডে আসতে আমন্ত্রণ জানিয়েছিলাম  আমাদের গাড়ি ঢাকার পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছিল কিন্ত, পিছনের ঘটনাগুলি আমার কল্পনায় ফিরে আসছিল আমি সবিস্ময়ে নিজেকেই জিজ্ঞেস করলাম, এটি কিভাবে ঘটেলো ? এটা কি আল্লাহর কাছ থেকে একটি অলৌকিক ঘটনা বা আমার পিতামাতার কাছ থেকে পাওয়া কোন আশীর্বাদ, নাকি আমি যাদের জন্য কঠোর পরিশ্রম করছি তাদের আশীর্বাদ ? আমার ইচ্ছা হলো নিরাপত্তাকর্মীকে গিয়ে জিজ্ঞেস করি, কেন তারা আমাকে বেছে নিল, আমিতো কোন  ভিআইপি নই কিন্ত এখন আর এটা সম্ভব নয় কারন পরের দিনই আমাকে লন্ডনে ফিরে যেতে হবে, তাই রহস্য থেকেই যাবে
আমি অনুভব করলাম, আমি দেশকে যা দিয়েছি দেশতো আমাকে তার চেয়েও বেশি দিয়েছে মাতৃভূমি হলো মায়ের মত একজন মা তাঁর সন্তানের জন্য যাকিছু করেন তাও আল্লাহর সৃষ্টি এক অলৌকিক বিষয় অলৌকিকতার পেছনের কারন খুঁজে বের করা আসলে কারও পক্ষেই সম্ভব নয় তাই আমিও বিষয়টি মেনে নিয়ে ঢাকার দিকেই মনোনিবেশ করেছি আমাদের গাড়িটি হাতিরঝিল অতিক্রম করে গুলশানে ঢুকছিল, চেক পোষ্ট আমাদের গাড়ি থামিয়ে দিল এবং গাড়ির জানালা খুলতে অনুরোধ করল তার কিছু প্রশ্নের উত্তর দেয়ার পর আমাদেরকে যেতে দিল গুলশান বারিধারা এমন একটি জায়গা যেখানে বাংলাদেশের অধিকাংশ ভিআইপি বসবাস করে, তাই কেউ যদি ভিআইপি নাও হন তবে তাকেও এলাকার সব প্রবেশ পথে প্রায়ই চেকপোস্টের আনুষ্ঠানিকতা মোকবেলা করতে হয়
আমার বাড়িও ভিআইপিদের বাড়ি দ্বারা বেষ্টিত একদিকে সরকারি মালিকানাধীন একটি বাড়ি যেখানে একজন মন্ত্রী বসবাস করেন, সামনে থাকেন সাবেক একজন প্রধান বিচারপতি এবং অন্যদিকে থাকেন একজন নির্বাচন কমিশনার কিন্তু আমার বাড়ীতে বসবাস করছে আমার পছন্দের কিছু বঞ্চিত অবহেলিত শিক্ষার্থী আমি তাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছি এবং ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ করে দিয়েছি আমি আজ রাতে তাদের সঙ্গেই কাটাব এবং আগামীকাল ইংল্যান্ডে ফিরে যাব আর ভিআইপি হওয়ার জন্য অন্য একটি অলৌকিক ঘটনার অপেক্ষায় থাকব
নিবন্ধটি . নূরুল করিম, বার্মিংহাম, যুক্তরাজ্য এর  ইংরেজিতে লেখা নিবন্ধ থেকে অনুদিত 


নূরুল করিমবার্মিংহামযুক্তরাজ্য

Tuesday, December 19, 2017

VIP VS MIRACLE | PART-1 | A TRAVEL EXPERIENCE |

I would like to begin with one of my mother’s concepts: “Baba(my son), greatness is not the position  you hold, greatness is what you do from that position” and so I always try to follow my mother’s lesson.
It was during January 2016 when I went to Barisal division to hand over computers to Barisal, Patuakhali and Bauphal press club and also to inaugurate an academy in Bauphal upazila which was funded by Islam Karim Foundation, that is part of my on-going programs all over the Bangladesh. We left Dhaka at 5am from Gulshan to Bhawfal with a few local journalists, 3 university students and a guide who was from Patuakhali.
While we were crossing Hatirjheel, there were only few cars in the road; Dhaka was just waking from its sound sleep. Hatirjheel is a wonderful addition to the city’s landscape, the silhouette of the bridges and the lights made me forget that I was in Bangladesh. Its inexplicable beauty reflected my memories and made me think of some part of Sydney, Australia and some part of Japan. The roads were clear and I was thinking what a beautiful country it would be if we could make everything organised and dreaming of a country full of beauty and joy.
By this time we arrived near to Mawa Ferry Ghat. Our driver was worried as to whether we could catch the first ferry to cross the river Padma. We were lucky that the ferry was waiting for a VIP to come aboard as they had been informed beforehand. The ferry was full, only a few spaces were left in case the VIP came with more than one vehicle. When the VIP eventually arrived, I told our driver to follow him, but he was hesitant and a little bit scared, however, I insisted and he followed the VIP onto the ferry, the security let us in. May be he didn’t understand that we were not with the VIP. As I sat in my vehicle, enjoying the beauty of the river Padma, I was thinking, how fortunate you are if you are a VIP in Bangladesh.
I watched the people on the bank of the river, working hard, no fear, in a very lively mood and singing songs with happiness, they built their dream house on the bank of the river, they have a very good relationship with the river they drink her water, take a shower in the river they don't worry about paying the bills, they have no electricity, gas or other modern appliances to enjoy. Instead they were utilising and enjoying everything from nature. Sometimes the Padma becomes annoyed with them and destroys everything they build, they fight again to survive. As I was comparing life in England to the lives of these people, the developed countries and the underprivileged countries I found significant parallels to survival, I couldn’t come to a conclusion as to which life is better.
After a while, we reached the other side of Padma and our driver tactfully pulled our vehicle before the VIP and we were on our way to Bhawfal, Patuakhali, Barisal. I was enjoying the natural beauty and the rivers along the way and as we were passing Barisal City, two names came to mind. A K Fazlul Haq and another one was Jibanananda Das. Both were born in Barisal - old name Chandradip. A K Fazlul Haq was called Tiger of Bengal and played an active role in our Bangladeshi politics and left a huge legacy in our history and our Bangla and Muslim culture. Jibanananda, after Rabindranath, was the creator of a new kind of modernity in Bangla poetry. He gave birth to a completely new kind of language and left a legacy of our literature and culture. At last we reached Bawpal upazilla where a lot of people were waiting to receive us and escort us to the place where a mosque and school would be inaugurated. The people were very cordial and after the inauguration programme, we had our lunch in Shikder Bari at Dalim’s house. The food was delicious; every item was cultivated and prepared from their own natural resources.
Our next program was to handover a computer in Bauphal Upzela Press Club, a lot of motorbikes escorted us to the press club. We handed over the computer to the press club President and Secretary in the presence of around two hundred people including all the political and social organisations which were united and well organised. Our next program was Patuakhali Press Club, so we left Bauphal. We handed over the computer to the president and secretary of the Patuakhali Press Club in a very colourful programme where a lot of intellectuals and the elite people of Patuakhali were present. We had an invitation from DC Amitab Sarkar and SP Sayed Moshfikur Rahman, both are real gentlemen. We went to the DCs residence first and then the SPs residence, a warm welcome were given by both individually. Their approach, manner and hospitality with delicious food was remarkable, The DC Amitab Sarkar came outside and showed his contribution to the development of Patuakhali District during his tenure including a new fountain he built which enlightened the beauty of Patuakhali city.
With  Amitab Sarkar,DC Patuakhali, and 
Sapon Kumar, President Patuakhali Press Club.
During my recent visits to 27 districts in Bangladesh, he was one of the most outstanding DCs. He is not only an exceptional officer he is also a great human being. We stayed overnight at Patuakhali and left at 5am to see Kuakhata, it’s known for its panoramic sea beach. The view of the sunrise and sunset from the same white sandy beach in the water of the Bay of Bengal. We saw the sunrise but couldn’t enjoy the beauty of sunset because we had to go to Barisal Press Club to our next computer hand-over program. Barisal Press Club program had a different fascination because the prominent mainstream journalist Z I Mamun informed the President and the Secretary about me and my programs before I came to Bangladesh. Barisal is his birthplace and he is very popular in this division. After a spectacular program we were on our way back to Dhaka. 

Written by: DR. Nurul Karim, Barmingham, UK

DR. Nurul Karim, Barmingham, UK

Featured post

অধ্যক্ষ জনাব এম এ বারী স্মরণে।

অধ্যক্ষ এম এ বারী ছবিটি স্যারের জৈষ্ঠ পুত্র জনাব সাজ্জাদুল বারী ’র নিকট থেকে সংগৃহীত।  আমার প্রথম বস অধ্যক্ষ জনাব এম এ বারী। আজ থেকে ঊনত্রিশ...