Posts

Showing posts from November, 2017

ক্যাডার নন-ক্যাডার পদমর্যাদার দ্বন্দ্ব : তিরস্কার নয়, আলোচনাই হোক সমাধান ।

Image
ক্যাডার নন-ক্যাডার পদমর্যাদার দ্বন্দ্ব : তিরস্কার নয়, আলোচনাই হোক সমাধান । একটি প্রবাদ আছে, ‘মক্কায়ও চোর আছে, লঙ্কায়ও  ভিখারী আছে ।’ আসলে  ভাল   বা  মন্দ  সব জায়গায়ই  আছে,  পার্থক্য  শুধু সংখ্যায় কম আর বেশি । দু’এক জন  দূর্নীতিবাজ  রাজনৈতিক ব্যক্তির কারনে বলা যাবেনা সব রাজনৈতিক ব্যক্তিই দূর্নীতিবাজ । দু’এক জন অসৎ পুলিশের কারনে বলা যাবেনা সব পুলিশই অসৎ । দু’এক  জন  চরিত্রহীন শিক্ষকের কারনে  বলা  যাবেনা  সব সব শিক্ষকই  চরিত্রহীন । সার্টিফিকেট থাকলে  শিক্ষিত বলা  যায় কিন্ত সুশিক্ষিত হওয়া ভিন্ন জিনিষ । ইদানিং আমাদের শিক্ষা ব্যবস্থায় ক্যাডার-নন ক্যাডার বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক চলছে । চলছে কর্ম বিরতি এমনকি সভা সমাবেশও । ক্যাডার মর্যাদা পাওয়া-দেওয়া নিয়ে যে যার মত করে যুক্তি দিচ্ছেন, তর্ক করছেন । যে কোন বিষয় নিয়ে যুক্তি তর্ক থাকবে এটা যেমন একটা স্বাভাবিক ব্যাপার । কিন্ত পেশা ভেদে এ যুক্তি তর্ক উপস্থাপনের পদ্ধতির মধ্যেও পার্থক্য থাকবে এটাও তেমনি একটা স্বাভাবিক ব্যাপার । শ্রমজীবি মানুষের যুক্তি তর্ক আর বুদ্ধিজীবি মানুষের যুক্তি তর্ক একই রকম হলে মানুষ চিনবে কীভাবে কে শ্রমজীবি? আর কে

শিক্ষা জাতীয়করণ: ২০১৮ সাল দাবি আদায়ের শ্রেষ্ঠ সময়

Image
শিক্ষা জাতীয়করণ প্রসঙ্গ।। জাতীয়করণের আন্দোলন শুধু ফেসবুকে সীমাবদ্ধ থাকলে জাতীয়করণ শুধু স্বপ্নই থেকে যাবে । ফেসবুকের সঙ্গে বাস্তব ও দৃশ্যমান কর্মসূচী থাকতে হবে । পেশাজীবি সংগঠনগুলোর মধ্যে সকল সময়ই সরকার সমর্থিত এক বা একাধিক সংগঠন গড়ে ওঠে । এসব সংগঠনের নেতৃবৃন্দের মুখে দাবী আদায়ের স্লোগান থাকলেও মূল উদ্দেশ্য থাকে নেতা হওয়া এবং সরকার থেকে নানা ধরনের সুবিধা গ্রহনের মাধ্যমে দাবী আদায়ের আসল আন্দোলনকে বিনষ্ট করা । তাই আসল নকল চিনে পথ চলতে হবে ।এবার নকলদের পাতানো ফাঁদে পাঁ দিলে বেসরকারি শিক্ষক কর্মচারীদের সারাজীবন হায় হায় করতে হবে । বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবী আদায়ের জন্য বেসরকারি শিক্ষকদের জীবনে ২০১৮ সালই সর্বদিক থেকে সবচেয়ে উপযুক্ত ও একমাত্র সেরা সময় । সময়ের ফোঁড় সময়ে না দিলে জাতীয়করণ হবে সোনার হরিণ । যদিও  কিছু কিছু কর্মসূচীর কথা অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষা এবং কিছু ফেসবুক পেজ ও গ্রুপ থেকে জানা যাচ্ছে । কিন্ত এসব কর্মসূচী সম্পর্কে সাধারন শিক্ষকদের মনে নানা রকমের সন্দেহের সৃষ্টি হচ্ছে । বিগত ২/১ বছর ধরে দেখা যাচ্ছে কিছু শিক্ষক সংগঠন জানুয়ারীতে পালন হবে এমন কিছু কঠিন কর

Facebook এ Like অপশন‌টি অত্যন্ত সহজ কিন্ত বিপজ্জনকও।

Image
Facebook এ Like অপশন ‌ টি অত্যন্ত সহজ কিন্ত বিপজ্জনকও । Facebook এ লগইন করা মাত্রই এর টাইমলাইনে প্রথম যেটা দেখা যায় সেটা হলো What’s on your mind? যার সাধারন অর্থ হলো - কী ভাবছ ? অর্থাৎ এখানে একজন  Facebook ব্যবহারকারী তার নিজস্ব ভাবনা প্রকাশ করতে পারে । সাধারনত লেখা, ছবি, ভিডিও ইত্যাদির মাধ্যমে নিজের ভাবনাগুলো প্রকাশ করা যায় ।এ ধরনের প্রকাশকে পোস্ট (Post) বা স্টাটাস (Status) ইত্যাদি বলা হয়ে থাকে । Post দ্বারা কোন কিছু প্রেরণ করা বা ছাড়া বা পাঠানো ইত্যাদি বুঝায় ।আর  Satus দ্বারা অবস্থা, সামাজিক মর্যাদা ইত্যাদি বুঝানো হয়ে থাকে । Facebook এর এ Status খুবই গুরুত্বপূর্ন একটি বিষয় । কারও Marital Status দ্বারা তার বৈবাহিক অবস্থা বুঝা যায় । অর্থাৎ এটা দ্বারা তিনি বিবাহিত, নাকি অবিবাহিত তা জানা বা বুঝা যায় ।তাই Status শব্দটি  ব্যবহার করে আমরা কারও কোন বিষয়ে অবস্থা জানার চেষ্টা করি ।যেমন আমরা কারও সম্পর্কে জিজ্ঞেস করি- তাঁর স্যোসাল স্ট্যাটাস কী ? পলিটিক্যাল স্ট্যাটাস কী ? জব স্ট্যাটাস কী ? বিজনেস স্ট্যাটাস কী ? ফ্যামিলি স্ট্যাটাস কী ? ইত্যাদি ইত্যাদি । Facebook এর এ