Sunday, September 24, 2017

বহুরুপী মানবতা

বহুরুপী মানবতা
--এ এস এম কামাল উদ্দিন ।
======================
মানবতার এখন রং অনেক, রুপও রয়েছে অনেক,
সারা দুনিয়ায় মানবতার রুপ এক,নাফের ওপারে আরেক।
মানবতা এখন ক্ষুদার্ত হয়ে জলে ডুবে মরছে,
মানবতা এখন খাবার প্যাকেটে আকাশেতে উড়ছে ।
মানবতা রক্ষায় দুনিয়া ব্যাপী আলোচনা চলছে যত,
ওখানে মানবতা টুকরা হচ্ছে কোরবানীর পশুরই মত।
মানবতা রক্ষায় সারা দুনিয়া করছে ফিকির ফন্দি,
নাফের ওপারে বিবস্ত্র মানবতা গাছে রয়েছে বন্ধী ।
মানবতা রক্ষায় সোচ্চার কেউ, কেউবা করছে ঢং,
নাফের ওপারে মানবতার রক্ত যেন হলি খেলার রং।
মানবতা রক্ষার আলোচনা যখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে,
নাফের ওপারে তখন ছুরি চলে মানবতারই বক্ষে ।
মানবের চোখে মানবতার অশ্রু, মানবীর চোখেও জল,
মানবতার কোন রুপটি আসল, কোনটিইবা ছল।
কেউ করে মানবতার ফান,কেউবা চিবায় মানবতার পান,
বহুরুপী এ মানবতার এখন প্রায় ওষ্টাগত প্রাণ ।

আরও ইভেন্ট দেখতে ক্লিক করুন
আরও কবিতা পড়তে ক্লিক করুন

Featured post

অধ্যক্ষ জনাব এম এ বারী স্মরণে।

অধ্যক্ষ এম এ বারী ছবিটি স্যারের জৈষ্ঠ পুত্র জনাব সাজ্জাদুল বারী ’র নিকট থেকে সংগৃহীত।  আমার প্রথম বস অধ্যক্ষ জনাব এম এ বারী। আজ থেকে ঊনত্রিশ...