বহুরুপী মানবতা
--এ এস এম কামাল উদ্দিন ।
======================
======================
মানবতার এখন রং অনেক, রুপও রয়েছে অনেক,
সারা দুনিয়ায় মানবতার রুপ এক,নাফের ওপারে
আরেক।
মানবতা এখন ক্ষুদার্ত হয়ে জলে ডুবে মরছে,
মানবতা এখন খাবার প্যাকেটে আকাশেতে উড়ছে
।
মানবতা রক্ষায় দুনিয়া ব্যাপী আলোচনা চলছে
যত,
ওখানে মানবতা টুকরা হচ্ছে কোরবানীর পশুরই
মত।
মানবতা রক্ষায় সারা দুনিয়া করছে ফিকির ফন্দি,
নাফের ওপারে বিবস্ত্র মানবতা গাছে রয়েছে
বন্ধী ।
মানবতা রক্ষায় সোচ্চার কেউ, কেউবা করছে
ঢং,
নাফের ওপারে মানবতার রক্ত যেন হলি খেলার
রং।
মানবতা রক্ষার আলোচনা যখন শীতাতপ নিয়ন্ত্রিত
কক্ষে,
নাফের ওপারে তখন ছুরি চলে মানবতারই বক্ষে
।
মানবের চোখে মানবতার অশ্রু, মানবীর চোখেও জল,
মানবতার কোন রুপটি আসল, কোনটিইবা ছল।
মানবের চোখে মানবতার অশ্রু, মানবীর চোখেও জল,
মানবতার কোন রুপটি আসল, কোনটিইবা ছল।
কেউ করে মানবতার ফান,কেউবা চিবায় মানবতার পান,
বহুরুপী এ মানবতার এখন প্রায় ওষ্টাগত প্রাণ ।
![]() |
আরও ইভেন্ট দেখতে ক্লিক করুন |
![]() |
আরও কবিতা পড়তে ক্লিক করুন |