Tuesday, September 26, 2017

নামহীন-শিরোনামহীন

নামহীন-শিরোনামহীন।
===============
আমার ওয়েবসাইটের এ পাতাটি শুধু আপনার,
এতে থাকছে আপনারই লেখা আধুনিক কবিতাগুলো।
আশ্চর্য হচ্ছেন ? ভাবছেন কীভাবে লিখবেন?
ভাবছেন ছন্দইতো আসেনা, লিখবেন কীভাবে?
দরকার নেই ছন্দের, গদ্য কবিতা লিখুন।
মনের সব ভাবনাগুলো বিরামহীন লিখে ফেলুন।
এবার দেখুন কোথায় কোথায় থামলে ভাল লাগে,
সেখানেই প্রয়োজনমত বিরাম চিহ্ন বসিয়ে দিন।
তারপর ছোট ছোট লাইনগুলো নিচে নিচে সাজান,
দেখুন নিশ্চয়ই কবিতার মতই লাগছে। তাইনা ?
ভাবছেন কী লিখবেন ? ভোরের আকাশ নিয়ে লিখুন,
শুনশান নিরবতা নিয়ে লিখুন। নির্মল বায়ু, সবুজ মাঠ,
নদীর ঢেউ নিয়ে লিখুন। বৃষ্টির রিম ঝিম শব্দ,
পাখীর কলতান নিয়ে লিখুন। রাতের স্তব্ধতা নিয়ে লিখুন।
পাহাড়, পর্বত আর সমুদ্র নিয়ে লিখুন।সত্য, ন্যায় আর
ভাল নিয়ে লিখুন।প্রকৃতি নিয়ে লিখুন, হৃদয় নিয়ে লিখুন।
জীবন নিয়ে লিখুন, জীবনের কালগুলো নিয়ে লিখুন।
ভাবছেন পারবেন কিনা? আসলেইতো পারবেন কীভাবে?
এখনও শুরুইতো করেননি।আচ্ছা শুরু না হয় করলাম,
কিন্ত……… যদি ভুল হয় ? হোকনা তাতে কী ?
জানেন?ভুল করেনা যে, আসলে কিছুই করেনা সে ।
আচ্ছা লিখলাম যদি ভাল না হয় ? কেউ উপহাস করলে?
করুকনা তাতে কী ? তাদেরকে তাই করতে দিন।
ওদিকে কান না দিয়ে আপনি শুধু লিখতে থাকুন,
দেখবেন আপনি নিশ্চিন্তে ঘুমাবেন, আর ওরা আপনার
ছিদ্র খুজতে খুজতে নিজের আরামের ঘুম হারাম করবে।
কিন্ত…… যদি সুন্দর না হয়? সমস্যা নেই। রুপ চর্চার
মতই চেষ্টা চালিয়ে যান।লিখুন আর এডিট করুন,
দেখবেন লিখে ফেলেছেন অনেক কিছূ।
ভাবছেন দু’চার দিন ভেবে চিন্তে একটা শিরোনাম
ঠিক করে তারপর লেখা শুরু করবেন? উঁ…হু
ওভাবে প্রস্ততি নিয়ে হবেনা। কবে নয় মণ ঘি
যোগাড় করবেন? আর কবে রাধা নাচাবেন?
এক্ষুনি শুরু করুন, ভাবুন-লিখুন-লিখতে থাকুন।
আগে লিখুন তারপর শিরোনাম নিয়ে চিন্তা করুন।
তবে যা লিখবেন তা মানুষের কল্যানে লিখুন,
মানুষকে আনন্দ দিতে লিখুন । আর এ শিরোনামহীন
লেখাটি আপনার ভাল লাগুক আর না লাগুক আপাততঃ
আপনার পছন্দের একটি নাম কমেন্ট বক্সে লিখে দিয়ে
আমার ভবিষ্যত চলার পথের পাথেয় হয়ে থাকুন ।।


=== এ এস এম কামাল উদ্দিন

Featured post

অধ্যক্ষ জনাব এম এ বারী স্মরণে।

অধ্যক্ষ এম এ বারী ছবিটি স্যারের জৈষ্ঠ পুত্র জনাব সাজ্জাদুল বারী ’র নিকট থেকে সংগৃহীত।  আমার প্রথম বস অধ্যক্ষ জনাব এম এ বারী। আজ থেকে ঊনত্রিশ...