Posts

Showing posts from February, 2018

স্মৃতির পাতা থেকে | বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম অধ্যক্ষ এম এ বারী স্যার এর স্মরনে |

Image
স্মৃতির পাতা থেকে ঐতিহ্যবাহী বামনী ডিগ্রি কলেজ’র  প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মরহুম এম এ বারী স্যার এর স্মরনে ============================== দিনটি ছিল ১৯৯৫ সালের জুলাই মাসের ২৩ তারিখ । তাঁর সঙ্গে আমার প্রথম দেখা । সেদিন ছিল বামনী কলেজ প্রতিষ্ঠার পর বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের প্রথম ইন্টারভিউ । শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হলেও আয়োজনের অবয়ব, লোকজনের উপস্থিতি, শতাধিক লোকের দুপুরের খাওয়ার ব্যবস্থা এসব কিছু দেখে সেটাকে যে কেউ ছোট খাটো বিয়ে বা আকিকার অনুষ্ঠানও মনে করতে পারতো ।  আজকের পূর্ন যৌবনা বামনী কলেজের জন্ম হয় মূলত বামনী হাই স্কুলের পুরোনো বাড়ীর এক পরিত্যক্ত কুড়ে ঘরে । অন্যের ঘরেই যার জন্ম তার জন্ম পরবর্তী সকল অনুষ্ঠান অন্যের ঘরেই হবে এটাই স্বাভাবিক । একারনে প্রতিষ্ঠার পর বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের প্রথম ইন্টারভিউটি অনুষ্ঠিত হয় বর্তমানের বিশাল ক্যাম্পাসে অবস্থিত বামনী হাই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক সফিউল্যাহ বিএসসি এর কক্ষে । চাকুরির পরীক্ষা বললে এটা ছিল আমার দ্বিতীয় ভাইভা পরীক্ষা ।  কয়েকদিন আগে ১৬ তম বিসিএস এর মৌখিক পরীক্ষা দিয়েছিলাম যা অনুষ্ঠিত হয়েছিল পাবলিক সার্ভিস