Posts

Showing posts from September, 2018

আকর্ষণীয় ব্যক্তিত্ব : আকর্ষণীয় গুণের সমাহার |

Image
ইংরেজি ‘Personality’ শব্দ’র আভিধানিক অর্থ হলো ‘ব্যক্তিত্ব’ ।আর ‘ব্যক্তিত্ব’ বলতে একজন ব্যক্তির মধ্যে বিদ্যমান বৈশিষ্ট্যগুলোর বিশ্লেষিত সামগ্রিক মূল্যায়ন বা ফলকে বুঝায় ।একজন ব্যক্তির মধ্যে যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় এগুলি সাধারণত ব্যক্তি যে পরিবেশে বেড়ে ওঠে বা বসবাস করে সে পরিবেশ থেকে অর্জিত হয় । একজন ব্যক্তির মধ্যে ভাল মন্দ দু’ধরনের বৈশিষ্ট্যই কম বেশি থাকতে পারে । মহা মনীষীদের কথা বাদ দিলে প্রত্যেক সাধারণ ব্যক্তি বা মানুষই অল্প বিস্তর দোষ-গুণের সমন্বয়ে গঠিত । এসব দোষ-গুণের মাত্রা বা পরিমানের উপরই একজন ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ পায় । অর্থাৎ ভাল এবং মন্দ বৈশিষ্ট্যের সমষ্টির বিয়োগফলই ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপের সাধারণ ও সহজ উপায় । বাস্তব জীবনে আমরা ‘ব্যক্তিত্ববান’ ও ‘ব্যক্তিত্বহীন’ শব্দ দু’টির বহুল ব্যবহার দেখলেও বাস্তবে কোন মানুষই ‘ব্যক্তিত্বহীন’ নয় । প্রত্যেক মানুষেরই ব্যক্তিত্ব আছে শুধু পার্থক্য হলো কারও ব্যক্তিত্ব সবল বা আকর্ষণীয় (Strong Personality) আর কারও ব্যক্তিত্ব দুর্বল বা আকর্ষণহীন (Weak Personality) । যাঁদের দোষ বা মন্দের চেয়ে গুণ বা ভাল বৈশিষ্ট্য বেশি তাঁরা সবল