কোরবানি
===================
কোরবানি হোক একমাত্র
আল্লাহ কে খুশির জন্য,
গোস্ত না হোক শুধুমাত্র
ফ্রিজ ভর্তির পণ্য ।
আল্লাহ কে খুশির জন্য,
গোস্ত না হোক শুধুমাত্র
ফ্রিজ ভর্তির পণ্য ।
কোরবানির পশুর বর্জ্যে
জগৎ না হোক দুষিত,
পরিস্কার আর পরিচ্ছন্নতা
পবিত্রতারই তো শর্ত ।
জগৎ না হোক দুষিত,
পরিস্কার আর পরিচ্ছন্নতা
পবিত্রতারই তো শর্ত ।
পশুর চামড়া
হোক শুধু
গরবি
লোকদের জন্য,
গরিবের
হক না হয় যেন
সিন্ডিকেট
এর পণ্য.
মন যদি থাকে বিদ্বেষে পূর্ন
চিন্তায় যদি শুধু লাভ,
গোস্ত খাওয়ার কোরবানিতে
কী হবে আর ছওয়াব ?
চিন্তায় যদি শুধু লাভ,
গোস্ত খাওয়ার কোরবানিতে
কী হবে আর ছওয়াব ?
====================
রচনায়ঃ
এ এস এম কামাল উদ্দিন
তারিখঃ ২১/০৮/২০১৮
====================