‘চালাক’ বনাম ‘ধূর্ত’
*একটি
সংগঠনের সম্পাদক সাহেব তার সংগঠনের মিটিং এ একজন সদস্যকে উপস্থিত দেখতে চাননা, তাই
তাকে আন্তরিকভাবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে এমনভাবে চিঠি ইস্যু করেন যাতে চিঠি ঠিকই পাওয়া হয় কিন্ত মিটিংএ যাওয়া হয়না ।
**দুপুরে
ঠিক খাওয়ার সময়ে বিদায় নিতে উদ্যত গেস্ট বন্ধুকে হোস্ট বন্ধু নাকি আন্তরিকভাবে খেয়ে
যাওয়ার অনুরোধ করে বললেন- ‘দোস্ত চারটা খেয়ে গেলে হয়না’?
***বেয়াইর
বাড়িতে বেয়াই এসেছেন ।হোস্ট বেয়াই গেস্ট বেয়াইকে নাকি খাওয়ানোর আন্তরিক আগ্রহ থেকেই
জিজ্ঞাসা করছেন- ‘বেয়াই সাহেব কী খেয়ে এসেছেন? নাকি গিয়ে খাবেন?
****
পাশের বাড়িতে দাওয়াত । সমাজের এক পরিবার থেকে মাত্র একজনের দাওয়াত । বড় ভাই ছোট ভাইকে
দাওয়াতে যাওয়ার প্রস্তাব করছে- ‘হয় আমি দাওয়াতে যাই তুমি কাজ কর, নয় তুমি কাজ কর আর আমি
দাওয়াতে যাই ।’
জীবনের বিভিন্ন ক্ষেত্রে কখনও কখনও পরিস্থিতি মোকাবেলায় অন্যের সঙ্গে কোকিলের মত কিছু চালাকি করার প্রয়োজন হয় । তবে প্রকৃত চালাক যারা, তারা চালাকি করে স্থান, কাল, পাত্র বিবেচনা করে । অর্থাৎ প্রকৃত চালাকগণ সব জায়গায়, সবসময়, সবার সঙ্গে চালাকি করেননা। কিন্ত কিছু মানুষ আছে তারা এসব ধার ধারেননা । তারা নিজের চালাকি প্রদর্শনের ক্ষেত্রে স্থান, কাল, পাত্র জ্ঞান করেননা। যত্রতত্র চালাকি প্রদর্শনকারী এসব মানুষগুলোকে আমরা কেউ কেউ হয়তো চালাক মনে করি, কিন্ত আসলে এরা হয়তো কাকের মত বোকা, নয়তো শেয়ালের মত ধূর্ত । তবে