Posts

Showing posts from January, 2018

রোহিঙ্গা বনাম নন এমপিও শিক্ষক || প্রসঙ্গ : মানবতা ||

Image
জাতীয় প্রেসক্লাব, ঢাকা অনশনরত নন এমপিও শিক্ষক আন্দোলনের অংশবিশেষ। মায়ানমারের  রাখাইন  রাজ্য  থেকে বিতাড়িত কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় গ্রহন করেছে। মায়ানমার নিজ দেশের যে মানুষগুলোর উপর অমানবিক আচরন করেছে বাংলাদেশ অন্য দেশের (মায়ানমারের) সে মানুষগুলোর প্রতি মানবিক আচরন করেছে । তাদের থাকা,খাওয়া, চিকিৎসা ইত্যাদি সব ব্যবস্থাই সম্ভবমত করে যাচ্ছে বাংলাদেশ । বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য সব ধরনের মানবিক সাহায্য প্রদানে অর্থ ব্যয় কর‌ছে । একদিকে তাদের ফেরত পাঠানোর চেষ্টা চলছে, অন্যদিকে তাদেরকে বাংলাদেশে পূনর্বাসনের চেষ্টাও চলছে । আমাদের দেশে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার সহ কোটি বেকারের কর্ম সংস্থানকল্পে বিনিয়োগ না করেও মানবিক কারনে রোহিঙ্গাদের জীবিকা নির্বাহের দায়িত্ব বাংলাদেশ পালন করে যাচ্ছে । বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসনের জন্য ২,৩১২ (দুই হাজার তিনশত বার) কোটি টাকা বরাদ্দ করছে (সূত্রঃ দৈনিক সংগ্রাম ০৬/১২/২০১৭)। রোহিঙ্গাদের বিষয়টি সম্পূর্ন মানবিক তাই তাদের পূনর্বাসনের জন্য এরকম ব্যয় বাংলাদেশ সরকারের দায়িত্বের মধ্যে পড়ে । এ দায়িত্ব পালনের মাধ্যমে আরও প্রমান হয় অন্য দেশের ৭/