Wednesday, September 20, 2017

সবই ঠিক আছে, কিন্ত কিছুই ঠিক নেই।

ডাক্তার বন্ধু বাড়ি বানিয়েছেন । ইঞ্জিনিয়ার বন্ধু এসেছেন ডাক্তার বন্ধুর বাড়ি দেখতে ।ডাক্তার বন্ধু ইঞ্জিনিয়ার বন্ধুকে জিজ্ঞেস করলেন, বলতো দোস্ত সব ঠিক আছে কিনা? ইঞ্জিনিয়ার বন্ধু পুরো বাড়িটি একনজর দেখে উত্তরে বললেন, ‘‘সবই ঠিক আছে, কিন্ত কিছুই ঠিক নেই ।’’ টিভিতে প্রচারিত এ ধরনের একটি বিজ্ঞাপনের কথা সম্মানিত পাঠকগণের মনে থাকার কথা ।এটা ছিল একটা রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন । ইঞ্জিনিয়ার বন্ধু দেখলেন ডাক্তার বন্ধুর তৈরি করা বাড়িটিতে আধুনিক ড্রয়িং-ডিজাইন, উন্নতমানের ইট-বালি-সিমেন্ট, আধুনিক ফিটিংস, নিরাপদ ইলেকট্রিক ওয়্যারিং, অগ্নি নিরোধক ব্যবস্থা, ইমারজেন্সী Exit, সঠিক স্যানিটেশন এন্ড ভেন্টিলেশন সিস্টেম ও সুদক্ষ কারিগর ইত্যাদি সবকিছু ঠিক রেখেছেন, কিন্ত শুধু ভাল মানের রড ব্যবহার করেননি ।

আমি ব্যবস্থাপনার ছাত্র । আমার ব্যবস্থাপনা অনুযায়ী যদি বলি তাহলে বলব একটি পরিবারের ব্যবস্থাপক হলেন পিতা । পিতা যতক্ষন অভিভাবকের দায়িত্ব পালন করেন ততক্ষন পরিবারে প্রধানত পিতার ভুমিকার উপর অধীনস্তদের সত্য-মিথ্যা, নিয়ম-অনিয়ম, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, ভাল-মন্দ, নিরপেক্ষতা-পক্ষপাতিত্ব ইত্যাদি বিষয়গুলো শেখা বা বাস্তব জীবনে প্রয়োগ অনেকাংশেই নির্ভর করে। পিতা হলেন একটি পরিবারে রডের মতই, যাঁকে আঁকড়ে ধরে পরিবারের অপরাপর সদস্যদের প্রায় সকল কর্মকান্ড পরিচালিত হয় ।পিতা হলেন একটি পারিবারের একজন ব্যবস্থাপক ।একজন পিতার সুদক্ষ ব্যবস্থাপনায় একটি পরিবার যেমন উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করতে পারে তেমনি পিতার অদক্ষ ব্যবস্থাপনা একটি পরিবারের উন্নতির পথে প্রধান অন্তরায়ও হতে পারে ।আমাদের একই সমাজে বা একই বাড়িতে আমরা দুটি পরিবারের মধ্যে ব্যবস্থাপনার তারতম্য দেখতে পাই।পরিবার দুটির একটির সফল হওয়া বা অন্যটির ব্যর্থ হওয়াকে দুই পরিবারের দুই পিতা বা দুই ব্যবস্থাপকের ব্যবস্থাপনার তারতম্যকেই অন্যেরা প্রধান কারন হিসেবে মনে করে ।

ব্যবস্থাপক হলেন একটি বিভাগ বা একটি প্রতিষ্ঠানের জন্য রডের মত। ব্যস্থাপনার সকল কার্য়ক্রম ব্যবস্থাপককে ঘিরে বা ব্যবস্থাপকের নির্দেশ মোতাবেক সম্পাদিত হয়। আর ব্যাবস্থানার সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ন কাজ হলো পরিকল্পনা ।এক্ষেত্রে পরিকল্পনাকেও রডের সঙ্গে তুলনা করা যায়।ব্যবস্থাপনার মৌলিক কাজগুলি পরিকল্পনাকে ঘিরেই সম্পাদিত হয় ।এজন্যই বলা হয় ‘একটি ভাল পরিকল্পনা প্রণয়ন করা মানে কাজটির অর্ধেক করে ফেলার সমান’। তাই পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, সংগঠন, বিভাগ, উপবিভাগ ইত্যাদি ক্ষেত্রে যারা পিতা বা মাতা বা প্রধান বা নেতার অবস্থানে থাকেন তাঁদেরকে ঘিরে বা তাঁদের নিয়ন্ত্রনেই সকল কার্য়ক্রম পরিচালিত হয় ।এ ধরনের উচ্চ পর্য়ায়ে যাঁদের অবস্থান তাঁদের উচিত কোন অনৈতিকতাকে প্রশ্রয় না দিযে সততার সঙ্গে কাজ করা ও রডের মত দৃঢ় থেকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করা ।তা নাহলে মনে হবে সবই ঠিক আছে কিন্ত কিছুই ঠিক নেই ।

প্রিয় পাঠক আমার শিক্ষকতা পেশা এবং এ পেশায় আমার অভিজ্ঞতার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সম্পর্কে আগের লেখাগুলোতে বলার চেষ্টা করেছিলাম যাতে আগ্রহী কোন পাঠক প্রয়োজন হলে ক্ষেত্রফলটা বের করে নিতে পারেন ।বাংলায় একটি প্রবাদ আছে ‘মোল্লার দৌড় মসজিদ পর্য়ন্ত’ তেমনি ‘আমার দৌড়ও আমার ক্ষেত্রফল পর্য়ন্তই’ ।এক জায়গায় জীবনের এতটা বছর অতিবাহিত করায় অভিজ্ঞতার ভান্ডার যেমন রয়েছে ক্ষুদ্র, তেমনি অভিজ্ঞতায় রয়েছে বৈচিত্রহীনতাও ।পেশাগত বা অন্য কোন কারনে কিছু আলোচনা সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচী ইত্যাদিতে অংশগ্রহন ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কাজ করার সুযোগ হওয়ায় অল্প হলেও অতি প্রয়োজনীয় কিছু বিচিত্র অভিজ্ঞতা অর্জন করার সুযোগ হয়েছে ।এ অভিজ্ঞতাগুলি শিক্ষা সংশ্লিষ্ট পক্ষ সমুহের সঙ্গে শেয়ার করাই আমার মূল উদ্দেশ্য কাউকে হেয় করা নয় ।আমার লেখার বৈশিষ্ট্যের সঙ্গে যদি কারও বৈশিষ্ট্য মিলে যায় তাহলে তাঁদের অনুরোধ করব যেন তাঁরা বিষয়টিকে ব্যক্তিগতভাবে না নেন ।শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টিতে আগে নিজেদেরকে বদলানো অতীব জরুরি ।      

লো, মিডেল ও হাই যে উচ্চতারই হোক না কেন একটি ভবনের সকল মেটেরিয়ালসই রডকে জড়িয়ে থাকে ।যার উপর নির্ভর করে ভবনটির টিকে থাকার শক্তি, ধারন করার সামর্থ্য, সম্ভ্যাব্য আয়ুষ্কাল ইত্যাদি ।মানুষের শরীরের জন্য মেরুদন্ড যেমন, বিল্ডিং এর জন্য রডও তেমন । কেউ কেউ বলতে পারেন রড ছাড়াওতো বিল্ডিং বানানো যায় তাহলে এত উপাদান থাকতে শুধু রড নিয়ে এত টানাটানি কেন? একটি ভবনের জন্য সব সামগ্রীই যে গুরুত্বপূর্ন এতে কোন সন্দেহ নেই ।তবে গুরুত্বের দিক থেকে রড যে বেশি গুরুত্বূর্ন এতে কারও কোন সন্দেহ থাকার কথা নয় ।একটি পরিবারের পিতা, একটি দলের নেতা ভবনের রডের মতই । যতই চাকচিক্য থাকুক না কেন গুণমান সম্পন্ন রড না ব্যবহারের করলে বিল্ডিং এর যেমন বিপদ হতে পারে তেমনি সকল ক্ষেত্রে সকল কর্নধারকে গুণমান সম্পন্ন রডের মতই হওয়া উচিত । নতুবা বাহ্যিকভাবে দেখা যাবে সবই ঠিক, কিন্ত ভিতরে গেলে দেখা যাবে কিছুই ঠিক নেই । 
আরও ইভেন্ট দেখতে ক্লিক করুন
আরও নিবন্ধ পড়তে ক্লিক করুন

   

Featured post

অধ্যক্ষ জনাব এম এ বারী স্মরণে।

অধ্যক্ষ এম এ বারী ছবিটি স্যারের জৈষ্ঠ পুত্র জনাব সাজ্জাদুল বারী ’র নিকট থেকে সংগৃহীত।  আমার প্রথম বস অধ্যক্ষ জনাব এম এ বারী। আজ থেকে ঊনত্রিশ...