Posts

Showing posts from February, 2024

অধ্যক্ষ জনাব এম এ বারী স্মরণে।

Image
  অধ্যক্ষ এম এ বারী ছবিটি স্যারের জৈষ্ঠ পুত্র জনাব সাজ্জাদুল বারী ’র নিকট থেকে সংগৃহীত।  আমার প্রথম বস অধ্যক্ষ জনাব এম এ বারী। আজ থেকে ঊনত্রিশ বছর আগে যাঁর অধীনে শিক্ষকতা শুরু করতে পেরে আজও গর্ব বোধ করি। আজ ২৮ ফেব্রুয়ারী ২০২৪ । বামনী কলেজ'র প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ জনাব এম এ বারী স্যার এর ২৩তম মৃত্যুবার্ষিকী । মরহুম বারী স্যারকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরন করছি । দিনটি ছিল ১৯৯৫ সালের ২৩ জুলাই । আগে তাঁকে কখনও দেখিনি। সেদিনই স্যারের সঙ্গে আমার প্রথম দেখা । দিনটি ছিল বামনী কলেজ প্রতিষ্ঠার পর বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগের প্রথম ইন্টারভিউ। শিক্ষক নিয়োগের ইন্টারভিউ হলেও আয়োজনের অবয়ব, লোকজনের উপস্থিতি, শতাধিক লোকের দুপুরে মেজবানি খাবার ব্যবস্থা এসব কিছু দেখে সেটাকে যে কেউ ছোট খাটো বিয়ে, খৎনা বা আকিকার অনুষ্ঠানও মনে করতে পারতো । বামনী কলেজের অফিসিয়াল জন্ম ১৯৯৪খ্রী.। আজকের পূর্ন যৌবনা বামনী কলেজের জন্ম হয় মূলত বামনী হাই স্কুলের পুরোনো ক্যাম্পাস'র এক পরিত্যক্ত কুড়ে ঘরে । বর্তমানে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ভবন। নিজের ঘর না থাকায় অন্যের ঘরেই যার জন্ম, তার জন্ম পরবর্তী সকল অ